হাওজা নিউজ এজেন্সি: দেশটির বিশিষ্ট গভেষক মুহাম্মদ আলী মাহদাভি রাদের সম্মান অনুষ্ঠানে পাঠানো এক লিখিত বার্তায় আয়াতুল্লাহ সুবহানি এসব কথা বলেন।
আয়াতুল্লাহ সুবহানি বার্তায় বলেন, “আলেম ও বিজ্ঞানীরা হলেন জ্ঞান ও সংস্কৃতির বাতিঘর। তারা সেই দিশারী, যাদের আলো অনুসন্ধানকারীদের পথ উজ্জ্বল করে এবং সমাজ তাদের চিন্তা ও গবেষণার মাধ্যমে উপকৃত হয়। তাই তাদের সম্মান করা একটি নৈতিক ফরজ, যেমন শিক্ষকের সম্মান করা সকলের জন্য একটি অন্তর্নিহিত দায়িত্ব।”
তিনি হযরত ইমাম হাসান আসকারি (আ.) এর একটি হাদিসের উদ্ধৃতি উল্লেখ করেন, “যখন কোনো আলেম সভায় প্রবেশ করেন, তাকে সকল আত্মীয়দের ওপর অগ্রাধিকার দিয়ে শীর্ষস্থানে বসানো হয়। কারণ তিনি বৈজ্ঞানিক যুক্তি ও প্রমাণের মাধ্যমে শত্রুদের পরাজিত করেন।”
আয়াতুল্লাহ সুবহানি আরও বলেন, হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন মুহাম্মদ আলী মাহদাভি রাদ এই নৈতিক ফরজের জীবন্ত উদাহরণ। তিনি যুবকাল থেকে ইসলামী সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ গবেষণা করে চলেছেন। বিশেষ করে তার কুরআনিক ও ঐতিহাসিক গবেষণার কাজগুলো শিক্ষণীয় এবং পথপ্রদর্শক।
তাছাড়া গবেষণার ক্ষেত্রে তিনি নতুনত্বও নিয়ে এসেছেন। উদাহরণ হিসেবে তার ‘আইন-এ পাজুহেশ’ ম্যাগাজিন, যা নিয়মিত প্রকাশিত হচ্ছে।
আয়াতুল্লাহ সুবহানি অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ জানান এবং আল্লাহর নিকট থেকে মুহাম্মদ আলী মাহদাভি রাদের জন্য অগ্রগতি ও বৃদ্ধি কামনা করেন। তিনি বলেন, এই ছোট্ট সম্মান প্রদর্শন মাহদাভি রাদের বৈজ্ঞানিক মর্যাদার তুলনায় নগণ্য হলেও এটি তিনি গ্রহণ করবেন।
আপনার কমেন্ট